নীলকুঠি যৌ’নপল্লির দরজায় মন্টু পাইলট। তার কোলে অজ্ঞান-নিস্তেজ এক নারী। সৌরভ বললেন, শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।






একটু খেয়াল করলে বোঝা যায়, ওই নারী আসলে রাফিয়াত র’শিদ মিথিলা। বাংলাদেশের এই অ’ভিনেত্রী কলকাতার বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’তে কাজ করেছেন। সেটার ট্রেলারই প্রকাশ্যে এসেছে আজ।






আড়াই মিনিটের এই ট্রেলারে চমকে দিয়েছেন মিথিলা ও সৌরভ। মন্টু চরিত্রে আগের মতোই অনবদ্য অ’ভিনয় করেছেন সৌরভ। কখনো এক সাধারণ পিতার ভূমিকায়,
যে নিজের মেয়েকে ভীষণ ভালোবাসে। আবার কখনো যৌ’নপল্লির দুর্ধ’র্ষ দালাল হয়ে অ’ভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন।






অন্যদিকে মিথিলা ঘটনাক্রমে এসে পৌঁছান নীলকুঠি যৌ’নপল্লিতে। তাকে জোর করে সেখানে আট’কে রাখা হয়। শারীরিক নি’র্যাতনও করা হয়।
এরপর সেখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মিথিলা। নীলকুঠির গল্পে নতুন এই মোড় শেষ পর্যন্ত কোনদিকে যায়, তা অবশ্য এখনই বোঝা যায়নি। পুরো সিরিজটি দেখার মাধ্যমে পরিষ্কার হবে।






প্রথম সিজনের মতো ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনও নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়।
এবার সৌরভের মুখোমুখি মিথিলা। কতটা জমেছে তাদের রসায়ন, তা দেখার অ’পেক্ষায় দর্শক। আগামী ২৯ এপ্রিল সিরিজটি হইচই-এ মুক্তি পাবে।