প্রাচীনকাল থেকেই সমাজে প্রচলিত নানা কথা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি। তেমনি একটি কথা হচ্ছে, মাথা ন্যাড়া করল পাতলা চুল ঘন হয়ে গজায়। কিন্তু কখনো কি আমরা একথার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে ভেবেছি?






আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে…
বৈজ্ঞানিকরা বলেন, শরীরের জিনই মানুষের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। চুলও তার ব্যতিক্রম নয়। চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার উপরে তুলে যতটুকু অংশ আছে শুধু এটুকুই ফেলে দেওয়া।






এর ফলে আপনার হেয়ার ফলিকলের স্বাস্থ্যন্নতি হওয়া সম্ভব নয়। এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট-বড় সবারইন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই।
তবে তিন চার মাস পর পর চুলের আগা কেটে নিলে চুল সুন্দর থাকে। মাথা ন্যাড়া করার পর একটু লক্ষ্য করলে দেখা যায় নতুন চুল যখন গজালো সেই একই ধরনের চুল হলো। এজন্য চুলের স্বাস্থ্য ভালো






রাখতে ছোট-বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই। যদি পরিবারে ঘন চুল না থাকে সেক্ষেত্রে ঘন চুল হওয়ার সম্ভাবনা কম। চুলের বিকাশও জিনগত প্রক্রিয়া।